OPG বা দাঁতের এক্সরে সম্পর্কে ৮ টি প্রশ্নের উত্তর সকলের জানা উচিত

দাঁতের এক্সরে সম্পর্কে বা দাঁতের x-ray বিস্তারিত জানুন

দাঁতের এক্সরে মেশিন সম্পর্কে যে সমস্ত তথ্য এই পোস্টে জানতে পারবেন।

দাঁতের এক্স-রে কেন করতে হয় ,কত ধরনের এক্সরে করা হয় ,করলে ইহাতে কোন ক্ষতি আছে কিনা,এর উপকারিতা,কোথা থেকে পাওয়া যাবে,কিভাবে দাঁতের এক্সরে করা হয় ইত্যাদি বিস্তারিতভাবে তুলে ধরা হয়েছে।

( ও পি জি ) দাঁতের এক্সরে সম্পর্কে কিনতে চাইলে বাজারের সেরাটি পাইকারি ও খুচরা মূল্যে কিভাবে কোনটি ক্রয় করবেন সঠিক পরামর্শ তুলে ধরা হয়েছে।

(Dental OPG Meaning = Orthopantomogram)

Free Shipping OPG Machine

*Dental instruments names and pic

দাঁতের এক্স-রে কি ?

সহজ কথায় মুখের ভিতরের দাঁত এবং মাড়িতে যাবতীয় সমস্যা চিহ্নিত করতে যে আধুনিক যন্ত্রপাতি প্রয়োজন হয় তাহার একটি উপাদানের নাম হল ডেন্টাল এক্স-রে। এটির মাধ্যমে খুব সহজেই দাঁতের সমস্যা গুলি স্পষ্টভাবে দেখতে পাওয়া যায়।  আর এই প্রক্রিয়ার এক্সরে বলে।

কখন ডেন্টাল এক্সরে করতে হয় বা সুবিধা কি ?

*মাড়িতে আগাত লাগা জনিত কারণে, দাঁতের মাড়িতে ফাটল ধরলে। 

*দাঁত ভেঙ্গে গেলে এক্সরে করতে হয়।

*মুখের বিভিন্ন স্থানে টিউমার বা জটিল কোনো ফুলা থাকলে।

*শিশুদের বয়স হওয়া সত্ত্বেও দাঁত না উঠলে ডেন্টাল (ও পি জি ) এক্সরে করতে হয়।

*আঁকাবাঁকা দাঁত তুলতে গেলে ইহা ব্যবহৃত হয়।

*অর্থোডন্টিক এর কাজ করতে গেলে এর প্রয়োজন হতে পারে।

*( RCT ) রুট ক্যানেল করতে দাঁতের এক্সরে সম্পর্কে প্রয়োজনীয়তা অপরিসীম। আপনি যদি রুট ক্যানেল করতে চান, তাহলে মাড়ির নিচে কতটুকু পরিমান দাঁতের শিখর প্রবেশ করছে তাহা বাহির থেকে দেখা যায় না। 

কিন্তু যদি ভালো এক্সরে করা হয়, তাহলে কতটুকু পরিমান কাজ করতে হবে বা করা হলো তাহা সহজেই চিহ্নিত করা যায়। আরো অনেক কিছু জানতে যেমন -What is a dental root canal?রুট ক্যানেল এর প্রয়োজনীয়তা।

কেন কাদের করা হয় ?কিভাবে করা হয় ? খরচ কত ? বিস্তারিত জানতে এই লিংকে ক্লিক করুন।

*যদি কোন রোগীর মাড়িতে শিরশির করে এবং বিভিন্ন চিকিৎসা করেছে তাহাতে কোন ফল পাওয়া যাচ্ছেনা। মাড়িতে সমস্যাগুলি চোখে দেখে বোঝার উপায় নেই, সেই ক্ষেত্রে এক্সরে করলে সমস্যাগুলি স্পষ্ট দেখা যায়। সহজেই চিকিৎসা দিলে অতি দ্রুত সুস্থ হওয়ার সম্ভাবনা থাকে।

অসুবিধা সমূহ:

*একেবারে বাচ্চাদের X – Ray করলে মাড়িতে সমস্যা হতে পারে। এর জন্য অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিয়ে করতে হবে।

*যারা প্রেগন্যান্ট অবস্থায় আছেন তাদের ক্ষেত্রে এটি ব্যবহার করা উচিত হবে না। যেহেতু এটি একটি রঞ্জক রশ্মি তাই এ ধরনের এক্স-রে  করতে গেলে বিভিন্ন ধরনের ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে।

*ডেন্টাল বা দাঁতের এক্সরে সম্পর্কে ডিজিটাল পদ্ধতিতে ব্যবহার করতে বেশি একটি সমস্যার সম্মুখীন হতে হয় না। কেননা এটি অটোমেটিক মুখের সাথে সেট হয়ে যায়।

কিন্তু যারা একটু নার্ভাস তাদের একটু ভয় ভীতি হতে পারে। তাছাড়া যাদের মুখ ছোট সেই ক্ষেত্রে সাময়িক কষ্টদায়ক হতে পারে। এছাড়া বাচ্চারা এক্সরে করতে চায় না।

অধিকাংশ শিশুরা মুখের ভিতর প্রবেশ করাতে বাধা সৃষ্টি করে। সেই ক্ষেত্রে কিছু সময়ের জন্য অসুবিধা হয়ে থাকে। এছাড়া কোন সমস্যা নাই বললেই চলে।

কত টাকা প্রয়োজন হয় ?

  • এটি বাংলাদেশ বিভিন্ন স্থানভেদে ডায়াগনস্টিক সেন্টারে ভিন্ন রকম দেখতে পাওয়া যায় তবে মাঝামাঝি রেট হল- OPG = 500 থেকে 600 টাকা এবং ছোটটির (Pa ) মূল্য 100 থেকে 150 টাকা পর্যন্ত নিয়ে থাকে।

দাঁতের x-ray কত প্রকার ও কি কি

বর্তমানে দাঁতের এক্সরে সম্পর্কে আমাদের দেশে ডাক্তাররা দুই ধরনের ডেন্টাল x-ray এর  কথা রোগীকে পরামর্শ দিয়ে থাকেন।

একটি হল ( OPG এক্স-রে = এটি আকৃতি অনেক বড় হয় মুখের ভিতর দাঁতের গঠন সহ সকল প্রকার তথ্য স্পষ্টভাবে দেখা যায় এমনকি টিএম জয়েন্ট পর্যন্ত সমস্যা থাকলে চিহ্নিত করা যায় )

ও অন্যটি হলো ( Pa – পেরিএপিকাল ) – এটি আকারে ছোট এবং একটি থেকে তিনটি দাঁত পর্যন্ত এই এক্সরেতে করা যায়। যাদের একটি মাত্র দাঁতের সমস্যা হয় তাহারা এই পদ্ধতি ব্যবহার করতে পারেন। ইহাতে খরচ একেবারেই সীমিত বা কম এবং সহজেই করা যায়।

কোথায় গেলে এক্সরে করা যাবে ?

  • এটি সাধারণত গ্রাম অঞ্চলের পাওয়া যায় না। তাই নিকটস্থ জেলা শহরে বিভিন্ন ক্লিনিক, হসপিটাল, ডায়াগনস্টিক সেন্টার ইত্যাদি স্থানে পাওয়া যাবে।

কিভাবে ডেন্টাল টেকনোলজিস্টরা এক্সরে করে ?

  • চেয়ারে বসিয়ে পজিশন ঠিক করে মুখের ভিতরে মেশিন নিয়ে এক্সরে করা হয়।
কম মূল্যে সবচেয়ে ভালো দাঁতের এক্সরে সম্পর্কে বিস্তারিত তথ্যসমূহ- 

দাঁতের এক্সরে সম্পর্কে শেষ কথা হল :- আমরা অনেকেই মনে করি ডেন্টাল এক্সরে অহেতুক একটি কাজ। এটি ডাক্তারের ব্যবসার একটি অংশ কিন্তু এটি মনে করা একদমই ঠিক নয়।

কেননা ডাক্তারের চিকিৎসার প্রয়োজনে এক্সরে দিয়ে থাকে। কোন ডাক্তারই সহজে X -ray  দিতে চায় না। তাই অধিক ভালো চিকিৎসা পেতে হলে অবশ্যই একজন অভিজ্ঞ ভালো ডাক্তারের পরামর্শ নিয়ে  করা উচিত।

More information

error: Content is protected !!