ALL Bangla Post

শিমুল মূলের উপকারিতা, বাজার মূল্য, চাষ, এবং কোথায় পাওয়া যাবে বিস্তারিত

শিমুল মূলের উপকারিতা সম্পর্কে জানার পূর্বে এই গাছের সম্পর্কে বিস্তারিত জেনে নেই।

Silk Cotton Tree, shimul root health benefits ( শিমুলের মূল )

বাংলা নাম :- শিমুল
ইংরেজি নাম – Red Silk Cotton Tree.
বৈজ্ঞানিক নাম – Salmalia malabarica Schott.
পরিবার: Bombacaceae.

শিমুল একটি পাতাঝরা বড় বৃক্ষ, ১৫-২০ মিটার পর্যন্ত উঁচু হয়। মোচোকৃতি ফল হয় যা পাকে এপ্রিল মাসে।

এই ন্যাচারাল গাছটির উপকারিতা অনেক তবে সবচেয়ে বেশি যে সমস্যাগুলো সমাধান করা হয় এই মূল এর মাধ্যমে। লিউকোরিয়া বা অতিরিক্ত সাদা স্রাব হলে বিশেষ কাজ করে এবং বীর্যের শুক্রাণুর সংখ্যা বাড়িয়ে দেয় এবং যাদের মাসিকের সমস্যা থাকে তাদের ক্ষেত্রে খুবই উপযোগী এই তিনটি সম্পর্কে বিস্তারিত নিচে আলোচনা করা হলো –

শিমুলের মূল এর উপকারিতা

01. মাসিক সংক্রান্ত:

মাসিকের ত্রুটিজনিত নানান সমস্যায় বিশেষ কাজ করে। এটি সাধারণত অল্প বয়সী মেয়েদের মাসিকের সময় ব্যথা হলে বা অতিরিক্ত স্রাব হলে এমনকি যদি স্রাব এর পরিমান কম হয় তাহলেও এই ঔষধটি খুবই কার্যকরী। তাছাড়া অনিয়মিত স্রাব, এক কথায় মাসিক সংক্রান্ত যেকোনো সমস্যায় একমাত্র সমাধান এই শিমুলের মূল।

02. সাদা স্রাব বা প্রদর

যে সমস্ত মহিলাদের অতিরিক্ত সাদাস্রাব হয় এবং তাহাতে যোনিপথ আটকে ধরে,এরকমের মনে হয়। যাকে বলা হয় আঠালো জাতীয়, বিশেষ করে যদি ইনফেকশন হওয়ার মত। এটি বাজারে বিভিন্ন মাধ্যমে পাওয়া যায় ,তবে একটি কথা জেনে রাখা খুবই দরকার যদি ডিমের লালার মত সামান্য পরিমাণ সাদাস্রাব হয় তাহলে কোন ঔষধ খেতে হবে না। কেননা এটি মেয়েদের জন্য খুবই উপকারী। যোনিপথ সচল রাখতে প্রাকৃতিক ভাবে হয়ে থাকে,তবে চাকা চাকা বা অতিরিক্ত হলে এটি খুবই কার্যকরী।

03. শুক্রাণু ও যৌন শক্তি বৃদ্ধি

এই প্রোডাক্টটি সবচেয়ে বেশি প্রয়োগ হয় সেক্সচুয়াল সমস্যার ক্ষেত্রে। যাদের বীর্য পাতলা এবং তাড়াতাড়ি বের হয়ে যায়।সন্তান নিতে চাইলে নিতে পারতেছে না কারণ বীর্যের ভিতরে যে পরিমাণ শুক্রাণুর দরকার তাহা না থাকার কারণে বন্ধ্যাত্ব দেখা দেয়। এই শিমুলের মূল সেবন করলে অতি দ্রুত শুক্রাণুর সংখ্যা বেড়ে যায়। যার ফলে সুন্দর এবং সুস্থ বাচ্চা হওয়ার সম্ভাবনা থাকে সবচেয়ে বেশি। তাই আপনাদের যারা এ ধরনের সমস্যায় ভুগতেছেন তাদের ক্ষেত্রে এটি খুবই কার্যকারী।

শিমুল মূলের মূল্য সম্পর্কে ধারণা

পাউডার বা চূর্ণ বলা হয় যাকে তাহা 100 গ্রামের দাম মাত্র 100 টাকা তবে বাজারের তারতম্যের কারণে সামান্য কমবেশি হতে পারে।

খাওয়ার নিয়ম:

ওষুধের কৌটা বা বোতলের উপরে মূল্য সহ ডেট এক্সপায়ার ইত্যাদি লেখা থাকে সেখানে খাবার নিয়ম দেখতে পাওয়া যায়, সেই অনুযায়ী খেতে হবে। তবে ক্রনিক ডিজিজ এর ক্ষেত্রে তিন থেকে ছয় মাস খেতে হবে এবং স্বাভাবিকভাবে এক চামচ করে দুইবার সামান্য মধু অথবা চিনির সাথে মিলিয়ে খাওয়া যেতে পারে।

আরো জানুন: হোমিও ওষুধের নাম ও কাজ, চিকিৎসা, খাওয়ার নিয়ম।

Please subscribe to my channel and follow

Facebook Page

YouTube