হস্তমৈথুনে এভেনার কার্যকারিতা

যারা হস্তমৈথুন করে লিঙ্গের অবস্থা বারোটা বাজিয়ে দিয়েছেন তাদের জন্য আপনার এভেনা খুবই কার্যকরী। অতিরিক্ত হস্তমৈথুন করলে বিভিন্ন রকমের সমস্যা দেখা দেয়। মহিলাদের ইনফেকশন হয়ে থাকে এবং ছেলেদের লিঙ্গ শুকিয়ে যেতে পারে। এমনকি যৌনাঙ্গ ছোট হয়ে যেতে পারে।

শারীরিক দুর্বলতা

প্রতিটা মানুষেরই পরিশ্রম করতে হয়, কিন্তু এর মাত্রা যদি হয় অনেক বেশি। সেই ক্ষেত্রে অনেকটা দুর্বল হয়ে পড়ে এবং এর জন্য খুবই কার্যকরী।

ঋতুলোপ / স্বল্পঋতু

যে সমস্ত মহিলাদের বয়স 30 এর নিচে অথচ মাসিক হয় একেবারে সামান্য এবং সেইসাথে হস্তমৈথুনের অভ্যাস আছে ,ঘুম কম এ ধরনের রোগীদের ক্ষেত্রে খুবই কার্যকরী।

স্বপ্নদোষে এভেনা স্যাটাইভা

যে সমস্ত রোগীদের অতিরিক্ত স্বপ্নদোষ হয়ে থাকে, তাদের ক্ষেত্রে এভেনা স্যাটাইভা আশীর্বাদস্বরূপ।এভেনা স্যাটাইভা রাতে ঘুম অবস্থায় বিভিন্ন রকমের স্বপ্ন দেখে নারীদেরকে নিয়ে। আবার তারা খারাপ, উলঙ্গ ছবি এই জাতীয় ভিডিও দেখতে পছন্দ করে।  তাই তাদের লিঙ্গর শক্তি তাড়াতাড়ি কমে যায় এবং লিঙ্গ বেঁকে যায়।

আগা মোটা ,গোরা চিকন ,বা তার উল্টো হতে পারে। তাই আপনারা যারা এই সমস্ত সমস্যায় ভুগতেছেন, তাদের জন্য এভেনা স্যাটাইভা একান্ত দরকার।

এভেনা স্যাটাইভা |Avena Sativa

মানসিক অবস্থা:

রোগীর মনের দিক থেকে খুবই দুর্বল। এমনকি বাজারে গেলে বাজারের ব্যাগ  রেখে চলে আসে বাড়িতে এসে বলে কোন জায়গায় যেন রেখে আসছি। বলা যায় ভুলোমন মন বা মনোনিবেশের অভাব।

নেশাদ্রব্যের  উপরে

যেকোনো নেশাদ্রব্য দূর করতে এভেনা স্যাটাইভা কার্যক্ষমতা খুবই বেশি যারা প্রতিনিয়ত আফিম ,হিরোইন ,গাজা ,প্যাথেডিন ইত্যাদি মাদকদ্রব্য সেবন করে তাদের নেশা দূর করতে গুরুত্ব অপরিসীম।

তবে এই নেশাদ্রব্য যারা একেবারে আসক্ত হয়ে পড়েছেন তারা সহজে ছাড়তে পারবেনা। তাই তাদের চেষ্টা করতে হবে প্রথমদিন অর্ধেক পরিমাণ তারপরে তার অর্ধেক এভাবে অর্ধেক অর্ধেক করে একপর্যায়ে মাদকদ্রব্য নেশা দূর হয়ে যাবে।

এর সাথে এই ওষুধটির ৩0 ফোঁটা হালকা গরম পানিতে মিলিয়ে সেবন করলে নেশাদ্রব্যের খাবার ইচ্ছেটা  কমিয়ে আনবে। সবচেয়ে বড় কথা হলো নিজের প্রতি আত্মবিশ্বাস রাখা যে আমি এটি বন্ধ করতে পারবো।

অনিদ্রা: যাহারা নেশাদ্রব্য সেবন করতে করতে বা অতিরিক্ত হস্তমৈথুন ,শারীরিক পরিশ্রম জনিত অনিদ্রা যেমন রাতের পর রাত জেগে থাকে, নেশাজাতীয় দ্রব্য সেবন করে। অনেক সময় এতটাই অতিরিক্ত হয়ে যায় যাহা ঘুমে ব্যাঘাত ঘটে। তাই এই জাতীয় অনিদ্রায় বিশেষ কাজ করে।

এভেনা স্যাটাইভা ওভারডোজ

নির্দিষ্ট মাত্রার চেয়ে অনেক বেশি সেবন করালে বিভিন্ন রকমের শারীরিক ও মানসিক সমস্যা দেখা দিতে পারে। তাই অতিরিক্ত সেবন করা যাবে না। ডাক্তারের পরামর্শ অনুযায়ী সেবন করতে হবে।

মেয়াদোত্তীর্ণ

মেয়াদ উত্তীর্ণ হয়ে গেলে সেবন করা উচিত নয়। কেননা সেবন করলে বমি আসতে পারে ,মাথা ঘোরা ,পেটে ব্যথা সহ বিভিন্ন সমস্যা হতে পারে।

পার্শ্ব প্রতিক্রিয়া

সঠিক মাত্রায় সেবন করলে কোন বিরূপ পার্শ্ব প্রতিক্রিয়া দেখা যায় না।

দাম কত /মূল্য:

এভেনা স্যাটাইভা খাওয়ার নিয়ম

প্রকাশক ও সম্পাদক:

DR. SHAOKAT ALI
D H M S (BHB), CDT (SPKS MEDICAL), BA (PSYCHOLOGY) DHAKA
Founder Chairman Mediitem.com

অথবা, কমেন্টে আপনার সমস্যার কথা জানান এটি গোপন রাখা হবে।

More information

আরো জানুন: হোমিও ওষুধের নাম ও কাজ, চিকিৎসা, খাওয়ার নিয়ম।

Please subscribe to my channel and follow

Facebook Page

YouTube


0 Comments

Leave a Reply

Avatar placeholder

Your email address will not be published. Required fields are marked *

Translate »