দাঁতের ফিলিং কখন করতে হয়
দাঁতের ফিলিং কখন করতে হয় এটি জানা যেমন জরুরী প্রয়োজন তেমনি কোন ভিটামিনের অভাবে দাঁত ক্ষয় হয় সেটি জানাও একান্ত দরকার।
– সুস্থ থাকতে দাঁতের যত্ন নেওয়া দরকার। দাঁত ভালো রাখতে পুষ্টিকর খাবার খাওয়া এবং মুখকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা একান্ত প্রয়োজন। খাদ্য তালিকায় মিনারেল, ভিটামিন এ, ভিটামিন ডি-এর অভাব ইত্যাদি কারণে দাঁত ক্ষয়ের সমস্যা দেখা যায়। এরপর দাঁতের ফিলিং কখন করতে হয়।
এছাড়া দাঁতের ক্যাভিটিতে ব্যথা হলে রুট ক্যানেল ( RCT ) করতে হয়।
দাঁতের ফিলিং কখন করতে হয়
দাঁতের আংশিক ক্ষয় হলে বা ভেঙ্গে গেলে দাঁতে পুটিং বা ফিলিং করার হয়। কিন্তু পূর্বে দাঁতে শিরশির অনুভূতি হতে পারে। পানি অসহ্য হতে পারে কোন কিছুর উপরে চাবান দিলে দাঁত শিরশির করতে পারে। সাধারণত দাঁতে ব্যাথা না থাকলে পুটিং করা যাবে।
কিন্তু তাতে যদি বেশি পরিমাণ গর্ত হয় বা ভেঙ্গে যায় সাথে যদি ব্যথা থাকে, ফিলিং করা যাবে না। অবশ্যই ডাক্তারদের পরামর্শ নিয়ে দাতে কাজ করাতে হবে।
আরো জানতে চাইলে